আপনার শখের মোবাইল ফোনটি সুরক্ষায় যে কভার বা কেস ব্যবহার করছেন তা কিছুদিনের মধ্যে হাতের স্পর্শে ও সুর্যের তাপে বিবর্ণ হয়ে যেতে পারে অথবা হলদেট রং ধারণ করতে পারে। তবে আশার কথা কিছু সহজ পদ্ধতি ব্যবহার করে হলদেটে রং সহ যে কোন দাগ দুর করা সম্ভব। আসুন জেনে নেওয়া যাক ফোন কেস পরিষ্কার করার সহজ পদ্ধতিগুলো।

মোবাইল ফোনের সচ্ছ কভারগুলি কেন হলুদ হয়ে যায়?
আমরা যে কাভারটিকে সচ্ছ মনে করি আসলে তা কখনওই পুরোপুরি স্বচ্ছ নয়। এটি তৈরিতে যে উপাদানের ব্যবহার করা হয়ে থাকে ঐ উপাদানের কারনে প্রথম থেকেই কিছুটা হলুদ রংয়ের উপস্থিতি থাকে। আর এই হলুদাভ ভাবটি ঢাকতে ব্যবাহার করা হয় নীল রঞ্জক, ফলে কেইসটি যখন নতুন থাকে তখন আমাদের চোখ হলুদ রংটিকে সনাক্ত করতে পারেনা।
স্বচ্ছ ফোন মোবাইল কেসগুলো অ্যাক্রিলিক, সিলিকন, থার্মোপ্লাস্টিক পলিউরেথেন বা টিপিইউ দিয়ে তৈরি। আর এই উপাদানগুলো দিনের পর দিন হাতে হাতে ব্যবহারের ফলে তেল, ঘাম লেগে ক্ষয়প্রাপ্ত হয়। তাছাড়া দিনের পর দিন সুর্যের অতিবেগুনী রশ্মি এবং তাপের সংস্পর্শে আসার ফলেও এগুলো ক্ষয়প্রাপ্ত হয়। আর এর ফলে আপনার শখের স্বচ্ছ কাভারটি ২/৩ মাসের মধ্যে হলুদ হতে শুরু করে। তবে সচ্ছ কাভারে ব্যবহৃত কাচামালের উপর নির্ভর করে এর সময়কালে কিছুটা ভিন্নতা থাকতে পারে।
সচ্ছ ফোন কেস পরিষ্কার করার কিছু উপায়
আপনার ব্যবহৃত শখের মুল্যবান মোবাইল ফোনটি আপনি সবসময়ই চাইবেন সুরক্ষিত থাকুক। আর সুরক্ষিত করার জন্য ফোন কেস বা মোবাইল ব্যাক কভার ব্যবহার একটি বহুল ব্যবহৃত পদ্ধতি। বাজারে অনেক ডিজাইন এবং রংয়ের মোবাইল কেস পাওয়া যায়, তবে তার মধ্যে স্বচ্ছ (Transparent) ব্যাক কভার বেশিরভাগ মানুষ ব্যবহার করতে পছন্দ করেন। কারন এটা ফোনের আসল রং এবং সৌন্দর্য্যকে পরিবর্তন করেনা। তবে এই সচ্ছ ফোন কেসটিতে ধুলা ময়লা দাগও ধরে বেশি। আসুন জেনে রাখি ফোন কেস কিভাবে পরিষ্কার রাখতে পারি।
সাবান পানি দিয়ে ফোন কেস পরিষ্কার
আপনার মোবাইলের কেস পরিষ্কার করার অন্যতম সেরা ও সহজ উপায় হল এটি সাবান পানিতে ভিজিয়ে রাখা। কাপড় কাচার ডিটারজেন্টও ব্যবহার করতে পারেন পানির সাথে। সাবান পনিতে কেসটি কিছুক্ষন ভিজিয়ে টুথব্রাশ বা হালকা ব্রাশ ব্যবহার করে কেসটি পরিষ্কার করতে শুরু করুন। যদি হলুদ বর্ণ ময়লার ফলে হয়ে থাকে তবে তা সাবান পানি এবং ব্রাশ পদ্ধতিটি কাজ করবে। কিভাবে সাবান জল ব্যবহার করে আপনার ফোনটি পরিষ্কার করবেন তার প্রক্রিয়া নিচে দেওয়া হয়েছে।
- প্রথমত, আপনার মোবাইল থেকে কেসটি আলাদা করুন। মোবাইলের সাথে লাগানো অবস্থায় কেসটি পরিষ্কার করা কখনও ঠিক নয়। কারণ ফাক ফোকর দিয়ে পানি প্রবেশ করে ফোনের ক্ষতি হতে পারে। তাছাড়া মোবাইল কেসের সাথে আলাদা কোন উপাদান থাকলে সেগুলিও পৃথক করে আলাদাভাবে ধুয়ে ফেলাত হব।
- একটি বাটিতে এক কাপ গরম জলের সাথে পরিমানমত সাবান বা ডিটারজেন্ট ভালভাবে মেশান।
- এবার সাবান পানিতে পরিষ্কার কাপড় বা টুথব্রাশ ভালভাবে ভিজিয়ে নিন।
- ফোনের কেসটিকে একটি বৃত্তাকার গতিতে ব্রাশ দিয়ে ঘষে ঘষে প্রতিটি কোণ সহ পরিষ্কার করুন।
- এবার কেসটি ধুয়ে পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিন। এর পরে, আপনার ফোনের সাথে যুক্ত করার আগে কয়েক মিনিটের জন্য এয়ার ড্রাইতে ছেড়ে দিন।
ব্লিচ ওয়াটারে ফোন কেস পরিষ্কার
শক্ত ধরনের দাগ তুলতে ব্লিচ পাউডার (ক্যালসিয়াম হাইপোক্লোরাইট বা ক্লোরিন পাউডার নামেও পরিচিত) ব্যবহাররের বিকল্প নাই। আপনার ফোন কেসের স্থায়ী ধরনের দাগ পরিষ্কার করার জন্য ব্লিচ ব্যবহার একটি ভাল পদ্ধতি। তবে ব্লিচ ব্যবহারের আগে নিজেকে প্রস্তুত করা জরুরী।
ব্লিচ ব্যবহারের জন্য প্রয়োজন একটি এপ্রোন, প্লাস্টিকের গ্লোভস এবং একটি মাস্ক। কাঙ্ক্ষিত ফলাফল পেতে নির্দেশাবলী অনুযায়ী ব্লিচটি মিশ্রণ করুন। ভাল ফলাফল পেতে মিশ্রনটি অবশ্যই সঠিক মাত্রায় হতে হবে।
ইরেজার ব্যবহার করুন
আপনার ফোন কেস পরিষ্কার করার একটি ভাল উপায় হচ্ছে ইরেজার ব্যবহার করা। পদ্ধতিটি কিছুটা অদ্ভুত মনে হলেও ধুলা ও ময়লা তুলতে এটি খুব কার্যকর। আপনার ফোন কেসটি যদি সিলিকনের তৈরি হয় তবে একটি ইরেজার নিন এবং সেটা আস্তে আস্তে ঘষে ঘষে ফোনের ধুলা এবং ময়লা উঠিয়ে ফেলুন। তবে এই পদ্ধতির একটি সীমাবদ্ধতা হচ্ছে যে, এটি সচ্ছ ফোন কেসের হলদেটে দাগ তুলতে পারেনা।
টুথপেস্ট ব্যবহার
ফোন কেস পরিষ্কার করার জন্য টুথপেস্ট ব্যবহার একটি দুর্দান্ত পদ্ধতি। বেশিরভাগ ব্র্যান্ডের টুথপেস্ট দাত কে ঝকঝকে চকচকে সাদা করে। বিশেষ করে সচ্ছ ফোন কভার পরিষ্কার করার জন্য টুথপেস্টে একটি অত্যন্ত কার্যকরী উপাদান। টুথপেষ্টের উপাদনগুলি ফোন কেসে লেগে থাকা চা এবং কফির দাগ ছেটখাটো স্ক্র্যাচ পরিষ্কার করবে নিমেষেই।
আপনার ফোন কেসে কিছু পেস্ট লাগান, এর পরে একটি পরিষ্কার কাপড় দিয়ে বৃত্তাকার ভাবে ধীরে ধীরে ঘষুন এবং কিছুক্ষন পরে ধুয়ে ফেলুন। টুথপেস্ট ব্যবহার করে আপনার ফেনের হলদেটে ভাবও দুর করতে পারবেন।
অ্যালকোহল ব্যবহার করুন
অ্যালকোহলে কিছু অ্যান্টিসেপটিক বৈশিষ্ট্য রয়েছে যা কেবল জীবাণুগুলিকেই মারে না, জেদী দাগও পরিষ্কার করতে সহায়তা করে। যখন জলের সাথে তুলনা করা হয়, অ্যালকোহল একটি ভাল পরিষ্কার এজেন্ট। এর একমাত্র খারাপ দিকটি এটি পানির তুলনায় অনেক বেশি হারে বাষ্পীভূত হয়।
অ্যালকোহলটি যাতে খুব দ্রুত বাষ্পীভূত হতে না পারে তার জন্য এটি পানিতে মিশিয়ে আপনার ফোন কেস পরিষ্কার করার জন্য ব্যবহার করুন। সাবান পানির মতই আপনার কেস মিশ্রনটির মধ্যে ভিজিয়ে রাখুন। কিছুক্ষন পরে কেসটি নরম ব্রাশ বা টুথব্রাশ দিয়ে ঘষে পরিষ্কার করে শুকনা নরম কাপড় দিয়ে মুছে ফেলুন। এক্ষেত্রে কেসের হলুদ দাগও দুর হবে।
সূর্যের আলো ব্যবহার করুন
সূর্যের আলোতে কিছু কিছু দাগ আছে যেগুলো দুর হয়ে যায় তবে এই পদ্ধতি ব্যবহার করতে আপনাকে একটি পরিষ্কার দিন বেছে নিতে হবে যাতে অধিক সময় সম্পূর্ন সূর্যের আলো সরাসরি আপনার ফোন কেসে লাগতে পারে। এ ক্ষেত্রে আপনাকে সূর্যের দিক পরিবর্তনের সাথে সাথে ফোন কেসটিও সরিয়ে দিতে হবে।
ফাইন স্যান্ড পেপার ব্যবহার করুন
যদি উপরের কোনও পদ্ধতি কাজ না করে তবে আপনি একটি ফাইন স্যান্ড পেপার ব্যবহার করতে পারেন। স্যান্ড পেপারের দুটি ধরন রয়েছে, যেখান থেকে হালকা মোটা পেপারটি ব্যবহার করুন কারণ এটি আপনার কেসের কোন ক্ষতি না করে হলদেটে দাগ দুর করবে।
তবে অতিরিক্ত ঘষার ফলে যেনো কেসটির ক্ষতি না হয় তার জন্য আপনাকে সতর্ক থাকতে হবে। ঘষার পরে ভেজা কাপড় দিয়ে মুছে ফেলুন। এ ক্ষেত্রে কেস পরিষ্কার করতে সাদা ওয়াইপারও ব্যবহার করতে পারেন।
বেকিং সোডা ব্যবহার করুন
আরও একটি আশ্চর্যজনক সমাধান বেকিং সোডা বা সোডিয়াম বাইকার্বনেট ব্যবহার। এটি ফোন কেসের হলদেটে রং দুর করতে সবচেয়ে ভাল একটি সমাধান। আপনার ফোন কেসের উপরে বেকিং সোডা সমানভাবে ছিটিয়ে দিন এর পরে ভিজা ব্রাশ বা টুথব্রাশ দিয়ে ভাল ভাবে পরিষ্কার করুন। এর পরে কেসটি ধুয়ে ফেলুন এবং একটি নরম কাপড় ব্যবহার করে মুছে নিন।